FakeHealthWrong Caption

22 preventive measures against corona virus falsely attributed to Dr. Devi Shetty

Spread the truth:

Claim: Ever since the spread of Corona virus, fake messaged attached to famous personalities in the field of medicine has been going viral. A viral message in Bangla, jotting down 22 preventive measures against corona virus attributed to Dr. Devi Prasad Shetty has been going viral on various social media platforms.

The post going viral reads as follow:

“করোনা থেকে বাঁচতে আগামী ১ বছরের
জন্য ২২ জরুরি পরামর্শ ডাঃ দেবী শেঠির !!
করোনাভাইরাস থেকে বাঁচতে আগামী ১ বছরের জন্য ২২ জরুরি পরামর্শ দিয়েছেন প্রখ্যাত চিকিৎসক ডা. দেবী শেঠি। পরামর্শগুলো সহজ সরল। মানতে পারলে নিরাপদে থাকা সম্ভব।
১. এক বছরের জন্য বিদেশ ভ্রমণ স্থগিত রাখা দরকার।
২. আগামী এক বছর বাইরের খাবার খাওয়া যাবে না।
৩. বিয়ে বা অন্যান্য জনবহুল অনুষ্ঠানে যাওয়া যাবে না।
৪. অপ্রয়োজনীয় ভ্রমণ বন্ধ রাখতে হবে।
৫. কমপক্ষে এক বছর কোনো ভিড়ের জায়গায় যাওয়া উচিত হবে না।
৬. সামাজিক দূরত্বের নিয়মাবলী সম্পূর্ণরূপে অনুসরণ করতে হবে।
৭. সর্দি-কাশি থেকে যথাসম্ভব দূরে থাকতে হবে ।
৮. বাইরে বেরুলেই মুখে মাস্ক রাখুন।
৯. বর্তমান এক সপ্তাহে খুব সতর্ক থাকতে হবে।
১০. নিজের চারপাশে কোনো গোলমাল হতে দেওয়া ঠিক হবে না।
১১. এখন থেকে ৬ মাস সিনেমা হল, শপিং মল, ভিড়ের বাজারে যাওয়া ঠিক হবে না। সম্ভব হলে পার্ক, পার্টি ইত্যাদিও এড়ানো উচিত।
১২. প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে।
১৩. নাপিতের দোকানে বা বিউটি সেলুন পার্লারে থাকাকালীন খুব সতর্ক থাকতে হবে।
১৪. অপ্রয়োজনীয় সভা-সমিতিগুলি এড়িয়ে চলা ভাল, সর্বদা সামাজিক দূরত্বের কথা মাথায় রাখতে হবে।
১৫. মনে রাখতে হবে করোনার হুমকি খুব শিগগিরই শেষ হচ্ছে না।
১৬. বাইরে বেরোনোর সময় বেল্ট, আংটি, ঘড়ি পরা চলবে না। ঘড়ির দরকার নেই। মোবাইলেই সময় দেখা যাবে।
১৭. কোনো হাতে রুমাল নয়–স্যানিটাইজার নিলে ভাল।
১৮. ঘরে জুতো না এনে বাইরে রেখে দেওয়া দরকার।
১৯. ঘন ঘন হাত পরিষ্কার করতে হবে।
২০. আপনি সন্দেহজনক কোনো রোগীর কাছে এলে দ্রুত ভাল করে স্নান করা উচিত।
২১. লকডাউন বা লকডাউন পরবর্তী ৬ মাস থেকে ১২ মাস এই সতর্কতা অনুসরণ করতে পারলে কোনো ভয় থাকবে না।
২২. আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে এটি শেয়ার করতে পারেন–অপশন থাকছে !”

Translation

“The next 1 year to live from Corona
22 urgent advice for Dr. Devi Sethi !!
Renowned doctor Dr. 22 emergency advice for the next 1 year to survive from coronavirus. Devi Shetty. The tips are simple. It is possible to be safe if you accept.
1. Foreign travel needs to be postponed for one year.
2. Food will not be eaten outside for the next one year.
3. Cannot attend weddings or other public events.
4. Unnecessary travel must be stopped.
5. You shouldn’t go to a crowded place for at least a year.
6. The rules of social distance must be followed completely.
7.Colds and coughs should be avoided as much as possible.
8. Put a face mask while outside.
9. Be very careful in the current one week.
10. It would not be right to let any noise around you.
11. It will not be right to go to cinema halls, shopping malls, crowded markets for 6 months from now. Parks, parties, etc. should also be avoided if possible.
12. Resistance must be increased.
13. Be very careful when you are in a barber shop or beauty salon parlor.
14. It is better to avoid unnecessary meetings and associations, always keep in mind the social distance.
15. Keep in mind that Corona’s threat is not going to end soon.
16. Belts, rings, watches should not be worn when going out. No need for a watch. Time can be seen on mobile.
16. No handkerchiefs – it’s better to have a sanitizer.
16. Shoes should not be brought outside the house.
19. Hands should be cleaned frequently.
20. If you come to a suspicious patient, you should take a quick and good bath.
21. There will be no fear if you can follow this warning for 6 to 12 months after lockdown.
22. You can share it with your family and friends – there are options!”

 

 

Facebook

The post is extremely viral on Facebook and has over 60,000 shares.

Archive

 

Archive

 

Archive

 

Link

 

Twitter

The post is also tweeted by few attaching the link of few websites that published it.

Archive

 

Archive

 

 

Instagram

The post was also found on Instagram.

View this post on Instagram

করোনা থেকে বাঁচতে আগামী ১ বছরের জন্য ২২ জরুরি পরামর্শ ডাঃ দেবী শেঠির !! করোনাভাইরাস থেকে বাঁচতে আগামী ১ বছরের জন্য ২২ জরুরি পরামর্শ দিয়েছেন প্রখ্যাত চিকিৎসক ডা. দেবী শেঠি। পরামর্শগুলো সহজ সরল। মানতে পারলে নিরাপদে থাকা সম্ভব। ১. এক বছরের জন্য বিদেশ ভ্রমণ স্থগিত রাখা দরকার। ২. আগামী এক বছর বাইরের খাবার খাওয়া যাবে না। ৩. বিয়ে বা অন্যান্য জনবহুল অনুষ্ঠানে যাওয়া যাবে না। ৪. অপ্রয়োজনীয় ভ্রমণ বন্ধ রাখতে হবে। ৫. কমপক্ষে এক বছর কোনো ভিড়ের জায়গায় যাওয়া উচিত হবে না। ৬. সামাজিক দূরত্বের নিয়মাবলী সম্পূর্ণরূপে অনুসরণ করতে হবে। ৭. সর্দি-কাশি থেকে যথাসম্ভব দূরে থাকতে হবে । ৮. বাইরে বেরুলেই মুখে মাস্ক রাখুন। ৯. বর্তমান এক সপ্তাহে খুব সতর্ক থাকতে হবে। ১০. নিজের চারপাশে কোনো গোলমাল হতে দেওয়া ঠিক হবে না। ১১. এখন থেকে ৬ মাস সিনেমা হল, শপিং মল, ভিড়ের বাজারে যাওয়া ঠিক হবে না। সম্ভব হলে পার্ক, পার্টি ইত্যাদিও এড়ানো উচিত। ১২. প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। ১৩. নাপিতের দোকানে বা বিউটি সেলুন পার্লারে থাকাকালীন খুব সতর্ক থাকতে হবে। ১৪. অপ্রয়োজনীয় সভা-সমিতিগুলি এড়িয়ে চলা ভাল, সর্বদা সামাজিক দূরত্বের কথা মাথায় রাখতে হবে। ১৫. মনে রাখতে হবে করোনার হুমকি খুব শিগগিরই শেষ হচ্ছে না। ১৬. বাইরে বেরোনোর সময় বেল্ট, আংটি, ঘড়ি পরা চলবে না। ঘড়ির দরকার নেই। মোবাইলেই সময় দেখা যাবে। ১৭. কোনো হাতে রুমাল নয়–স্যানিটাইজার নিলে ভাল। ১৮. ঘরে জুতো না এনে বাইরে রেখে দেওয়া দরকার। ১৯. ঘন ঘন হাত পরিষ্কার করতে হবে। ২০. আপনি সন্দেহজনক কোনো রোগীর কাছে এলে দ্রুত ভাল করে স্নান করা উচিত। ২১. লকডাউন বা লকডাউন পরবর্তী ৬ মাস থেকে ১২ মাস এই সতর্কতা অনুসরণ করতে পারলে কোনো ভয় থাকবে না। ২২. আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে এটি শেয়ার করতে পারেন–অপশন থাকছে ! #Copied

A post shared by Atanu Panja (@atanu_panja) on

Archive

 

Other Websites

A lot of Bangla websites published the 22 points as articles. Screenshots of articles published by Bangla News Bank, AmaderShomoy.Com and Bengali Pratilipi are attached below respectively.

 

Archive

 

Archive

 

Archive

 

WhatsApp

The post has also been extensively shared on WhatsApp.

 

Truth

 

The post with 22 points that has been going viral is fake. Dr. Devi Prasad Shetty did not advice those measures. A video was found where Dr. Devi Shetty is giving certain preventive measures against corona where he does mention the importance of soical distancing, urges people to stay home and not go to over crowded places but he doesn’t say to use sanitizers instead of handkerchiefs or to not eat food from outside for an year. Certain points in the claim are said by Dr. Shetty in the video, but many of the other points aren’t stated by him.

The Quint and India Today directly contacted Dr. Shetty and he stated that the post is fake and stupid. He stated that the post going viral is falsely attributed to him and he has nothing to do with it. Thus, proving that the claim is false.

 

This is the video where Dr. Shetty gives certain preventive measures against corona.

Source: gohash.in

 

Source: India Today

Ashitha S. Prasad
Follow me

Spread the truth:

Ashitha S. Prasad

Wondering and questioning. Learning and unlearning. Aspiring to narrate stories to make a difference. Smiling through the entire process.